প্রেসক্রিপশনে ব্যবহৃত নির্দেশনা মূলক শব্দগুলোর অর্থ-
প্রেসক্রিপশনে ব্যবহৃত নির্দেশনা মূলক শব্দগুলো আসলে ল্যাটিন শব্দ থেকে নেওয়া।পৃথিবীর সমস্ত ডাক্তাররা যেন বুঝতে পারেন সেজন্য পৃথিবী ব্যাপী একই শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে লেখা হয়। নিচে তা দেওয়া হলোঃ-
p.c (post cibum) = after meals = খাবার পরে।
q.h (quaque hora) = at every hour = প্রতি ঘন্টায়।
q.d (quaque die) = every day = প্রত্যেক দিন।
O.d = once daily = প্রতিদিন একবার করে।
qod (quaque altera die) = একদিন অন্তর।
bid (bis in die) = twice a day = দিনে দুই বার।
bds (bis die sumendum) = to be undertaken twice daily = প্রতিদিন দুইবার নিতে হবে।
tid (ter in die) = thrice a day = দিনে তিন বার।
tds (ter die sumendum) = to be undertaken thrice daily = প্রতিদিন তিনবার নিতে হবে।
qid (quaque die) = four times a day = দিনে চারবার।
q3h (quaque 3 hora) = every three hours = প্রত্যেক তিন ঘন্টা পর পর।
q4h (quaque 4 hora) = every four hours = প্রত্যেক চার ঘণ্টা পর পর।
iuc.prim = at day break = দিনান্তে।
man = at down = ভোরে।
M = Morning = সকালে। M. = Mix = মিশ্রিত করা।
qam (quaque ante meridian) = every morning = প্রত্যেকদিন সকালে।
qpm (quaque post meridian) = every night = প্রত্যেক রাতে।
h.s or h.som = hora somni = just before sleep = ঘুমানোর ঠিক আগে।
h.d or h.s = at bed time = শোবার সময়।
hoc.wesp = tonight = অদ্যরাত্রে।
O.d (Oculus dexter) = in right eye = ডান চোখে।
O.s (Oculus sinister) = in left eye = বাম চোখে।
O.u (Oculus uterque) = in both eyes = দুই চোখে।
p.o ( per os) = মুখদিয়ে।
p.r (per ractal) = পায়ুপথে ।
Ft.mist. = prepare a mixture = মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন।
Bull= boil = ফুটিয়ে নিন।
b.v = a vapour bath = বাষ্প দিয়ে গোসল।
Aur = Eear = কানে ব্যবহার করুন।
O/E = On Examination = যা পরীক্ষা করে পাওয়া গেল।
C/C = Chief Complication = রোগীর মূল্য।
C/O = Complain Of = রোগীর সুবিধা।
Metn. = Morning & Night = সকাল সন্ধ্যা।
G or gm = Gram = গ্রাম পরিমাণ।
Gut = a drop = ফোঁটায় ফোঁটায় ব্যবহার্য ঔষুধ।
Garg = a gargle = মুখে পানি দিয়ে গড়গড়া করুন।
Aq. ( Aquoa) = Water = পানি।
Aq.Dest. = Distilled Water = বিশুদ্ধ পাতিত পানি।
Aq. add = add water up to = এই পর্যন্ত পানি মিশ্রিত করুন।
Fl. = fluid = তরল পদার্থ।
Pil = বড়ি।
Ol. = Oil = তেল।
Mist. = Mixture = মিশ্রণ। (noun)
M. = Mix = মিশ্রিত করুন। (verb)
S.s = Half = অর্ধেক।
Rep = to be repeated = পুনরায় ব্যবহৃত হোক।
Ad lib. = Add freely / At pleasure = যত প্রয়োজন বা যত খুশি তত।
P.r.n = when ever necessary = যখন প্রয়োজন তখনই।
A or aa = of each = এর প্রতিটি।
Pulv = Powder = পাউডার।
Oint = Ointment = মলম।
Inj = Injection = ইনজেকশন।
Susp = Suspension = সাসপেনশন।
Cre = Cream = ক্রিম।
Sy = syrup = সিরাপ।
Cap = capsul = ক্যাপসুল।
Tab = tablet terms= বড়ি জাতীয় ঔষধ।
Rx এর চারটি অর্থ পাওয়া যায় ঃ
i. Medical Dictionary মতে Rx ল্যাটিন শব্দ যা Recipe ও to take এই দুইটি কথা বুঝায়। যার অর্থ " আপনি গ্রহণ করুন "।
ii. Rx = Report extended = আপনার শরীরের সমস্যা বা রোগ নির্ণয় করে এক্সটেন্ডেড যে রিপোর্ট বা পরবর্তী পদক্ষেপ নিতে হবে তা প্রেসক্রিপশনে লেখা থাকে বিধায় স্পেসক্রিপশনে Rx লেখা থাকে।
iii. R = Refers to. & x = Jesue Christ.
Rx = Refers to Jesue Christ = যিশুর নামে পড়া শুরু করুন।
Rx এর সূচনা হয় মিশরীয় পুরানে -
প্রাচীন মিশরের ক্ষমতাধর দেবতার নাম-হোরাস। আর হোরাস ছিল সুস্বাস্থ্যের প্রতীক ও স্বাস্থ্যের দেবতা।
প্রাচীন মিশরীয়দের মধ্যে "উটচাট" বা "হোরাসের" চোখ নামে এক ধরনের কবচের প্রচলন ছিল। যাকে মিশরীয় ফারাওরা ভাবতেন নিজেদের সুরক্ষার হাতিয়ার, সুরক্ষার প্রতীক্ষ যা সর্ব রোগ প্রতিহত করতে পারে। এই কবচটির এমন নাম হওয়ার কারণ এর প্রাথমিক আকৃতি অনেকটা হোরাসের চোখের
হোরাসের ডান চোখ সূর্যের (Ra) এবং বাম চোখ চাঁদের (X)প্রতিনিধিত্ব করে বলে মিশরীয়রা বিশ্বাস করতেন । আর দুইটি মিল
পরবর্তীতে ইবনে সিনা সহ অনেক মুসলিম চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদান রাখলে মিশর চিকিৎসা জগতের সবার সামনের কাতারে চলে আসে। এবং মিশরীয় পুরাণের প্রভাবে Rx প্রতীক প্রকাশ লাভ করে।
পরবর্তীতে জেরুজালেমে পরিবর্তন সাধিত হয়। মৃত ব্যক্তি কে জীবিত করা , অন্ধকে দৃষ্টিদান, ধবল রোগীকে ভালো করার অলৌক ক্ষমতা ছিল যীশুর। তখন জেরুজালেমের সব চিকিৎসক রোগীকে যিশুর কাছে পাঠাতে লাগলো। তখন দেশের প্রধান পাদ্রী পূর্বের "হোরাসের চোখ " Rx এর অর্থ পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন
R = Refer to এবং x = Jesus Christ.
অর্থাৎ Rx = Refers to Jesue Christ = যিশুর নামে পড়া শুরু করুন।
তখন থেকে জেরুজালেমে এবং খ্রিস্টান সমাজে এই অর্থের প্রচলন শুরু হয়।
iv. According to Pharmacology, Rx = Superscription part.
ধন্যবাদ
excelent